খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও জেলা প্রশাসক গোল্ডকাপ টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি জেলা স্টেডিয়ামে গতকাল ৮ জানুয়ারি বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। গত ২৭ জানুয়ারি শুরু হওয়া ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় মাটিরাঙ্গা উপজেলা। রানার্সআপ হয় খাগড়াছড়ি সদর উপজেলা। ফাইনালে নির্ধারিত সময়ের খেলা ১–১ গোলে ড্র থাকায় টাইব্রেকারে ৫–৪ গোলে মাটিরাঙ্গা উপজেলা বিজয়ী হয়। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লাভ করেন গুইমারা উপজেলার উস্যি মারমা। তিনি ৩টি গোল করেন। সেরা গোলকিপারের পুরস্কার লাভ করেন খাগড়াছড়ি পৌরসভার তানিউং মারমা, সেরা খেলোয়াড় হন সদর উপজেলার রাসেল ত্রিপুরা। ম্যান অব দ্যা ফাইনাল হন মাটিরাঙ্গা উপজেলার মো. শরীফ হোসেন। টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় দিঘীনালা উপজেলা। ফাইনালে তারা ৮ রানে সদর উপজেলাকে পরাজিত করে। সকালে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সদর উপজেলা। দিঘীনালা উপজেলা প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৩ রান করে। ১৩৪ রানের টার্গেটে খেলতে নেমে সদর উপজেলা ২০ ওভারে ১২৫ রান করে ৭ উইকেটের বিনিময়ে। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী দিঘীনালা উপজেলার আনোয়ারুল আবেদিন কায়েস(৯১ রান), সর্বোচ্চ উইকেট শিকার করেন দুইজন (৬ উইকেট) দিঘীনালা উপজেলার তন্ময় ও মহালছড়ি উপজেলার সাকিব। ম্যান অব দ্যা টুর্নামেন্ট হন দিঘীনালা উপজেলার আনোয়ারুল আবেদিন কায়েস (৯১ রান ও ৫ উইকেট)। ম্যান অব দ্যা ফাইনাল হন দিঘীনালা উপজেলার তন্ময়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশানের ডিডিএলজি ও খাগড়াছড়ি পৌরসভার প্রশাসক সাজিয়া তাহের, অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোস্তফা জাবেদ কায়সার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, সদর উপজেলা নির্বাহী অফিসার ফারিয়া সুলতানা, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান, দিঘীনালা উপজেলা নির্বাহী অফিসার তানজিল পারভেজ, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরণ চাকমা, মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার দাশ, খাগড়াছড়ি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ, খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার মেম্বার সেক্রেটারি হারুন অর রশিদ, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আনিসুল আলম চৌধুরী আনিক, মাদল বড়ুয়া, জ্যোতিষ বসু ত্রিপুরা প্রমুখ।











