তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে ৯ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও ৫ম জেলা প্রশাসক গোল্ডকাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল ২৭ ডিসেম্বর সকালে খাগড়াছড়ি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার, বিভাগীয় বন কর্মকর্তা, এনএসআই এর যুগ্ম পরিচালক,খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, উপজেলা নির্বাহীবৃন্দ, জেলা ক্রীড়া অফিসার, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্যবৃন্দ, উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিববৃন্দ। ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দিঘীনালা উপজেলা ১০ উইকেটে জয়লাভ করে। লক্ষীছড়ি উপজেলা প্রথমে ব্যাটিং করে ৯৬ রানে অল আউট হয়ে যায়। দিঘীনালা উপজেলা ৯৭ রানের টার্গেটে খেলতে নেমে কোনো উইকেট না হারিয়ে মাত্র ৮ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ফুটবলে উদ্বোধনী ম্যাচে মাটিরাঙ্গা ও রামগড় উপজেলা মুখোমুখি হয়। ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী ১ জানুয়ারি ও ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী ৮ জানুয়ারি খাগড়াছড়ি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।












