খাগড়াছড়িতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল ও টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শনিবার শুরু

| শুক্রবার , ২৬ ডিসেম্বর, ২০২৫ at ১০:১৮ পূর্বাহ্ণ

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে ৯ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও ৫ম জেলা প্রশাসক টি টোয়েন্টি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট আগামীকাল ২৭ ডিসেম্বর থেকে খাগড়াছড়ি স্টেডিয়ামে শুরু হচ্ছে। কাল শনিবার সকাল ৯টায় খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: আনোয়ার সাদাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করবেন। টুর্নামেন্টে জেলার ৯ টি উপজেলা ও খাগড়াছড়ি পৌরসভা অংশগ্রহণ করবে।

দলগুলো হলো মহালছড়ি উপজেলা,খাগড়াছড়ি সদর উপজেলা, পানছড়ি উপজেলা, দিঘীনালা উপজেলা, মাটিরাঙ্গা উপজেলা, গুইমারা উপজেলা, লক্ষীছড়ি উপজেলা, রামগড় উপজেলা, মানিকছড়ি উপজেলা ও খাগড়াছড়ি পৌরসভা। ক্রিকেট ও ফুটবল উভয় টুর্নামেন্টে আকর্ষণীয় প্রাইজমানি রাখা হয়েছে। প্রতিদলে ৩ জন হায়ার খেলোয়াড় খেলতে পারবে।

পূর্ববর্তী নিবন্ধচুনতি ডট কম ম্যারাথন আজ
পরবর্তী নিবন্ধবিশ্বকাপের আগে বিপিএল খুব গুরুত্বপূর্ণ : শান্ত