খাগড়াছড়িতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ১৫ নভেম্বর, ২০২৫ at ৬:১৩ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও পিআর পদ্ধতিতে গণভোটের দাবিসহ ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি শাখা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শাপলা চত্বর থেকে আদালত সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্ত্বর মুক্তমঞ্চে এসে সমাবেশ করে।

সমাবেশে বক্তারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিসহ গণভোটের মাধ্যমে পিআর পদ্ধতিতে ভোট গ্রহণের দাবি জানান। দাবিসমূহ মানা না হলে কর্মসূচি চলমান থাকবে এবং ভোট বর্জন করা হবে বলে মন্তব্য করেন বক্তারা। একই সঙ্গে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে খাগড়াছড়ি ২৯৮ নং আসনের জামায়াতের এমপি প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী জয়যুক্ত করার ভোট প্রার্থনা করেন। সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা আমীর সৈয়দ আব্দুল মোমেনের সভাপতিত্বে বক্তব্য দেন২৯৮ নং আসনের জামায়াতের এমপি প্রার্থী এয়াকুব আলী চৌধুরী, জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান, সহকারী সেক্রেটারি মোহাম্মদ ইউসুফ, কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আবুল হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মান্নান অন্যান্য নেতারা।

পূর্ববর্তী নিবন্ধখুলশী থানা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পরবর্তী নিবন্ধমীরসরাই শিল্পনগর সমুদ্রসৈকতে দর্শনার্থীদের ভিড় বাড়ছে