খাগড়াছড়ি পৌরসভার পাশে একটি পরিত্যক্ত কার্টনের ভেতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে পৌরসভার পাশে খাগড়াছড়ি ছড়ার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নবজাতকের পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি পৌরসভার পাশে খাগড়াছড়ি ছড়ার পাড়ে কার্টনটি পড়ে ছিল। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে কার্টনটি খুলে এর ভেতরে নবজাতকের লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। প্রত্যক্ষদর্শী অভিজিৎ দাশ বলেন, একটি ব্যক্তিগত কাজে ব্রিজের পাশে গেলে নবজাতকের মরদেহটি দেখতে পান। সাথে সাথে তিনি লোকজন ডেকে পুলিশকে খবর দেন।
এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গতকাল রাতের কোনো এক সময় কে বা কারা নবজাতকটিকে সেখানে ফেলে পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।