খাগড়াছড়িতে চার ব্যবসায়ীকে জরিমানা

অবৈধভাবে ভোজ্যতেল মজুদ

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ১৪ মে, ২০২২ at ১১:৩২ পূর্বাহ্ণ

ভ্রাম্যমাণ আদালতে অভিযান ও জরিমানা করেও খাগড়াছড়িতে অসাধু ব্যবসায়ীদের ভোজ্যতেল মজুদ ঠেকানো যাচ্ছে না। গতকাল শুক্রবারও অবৈধভাবে ভোজ্যতেল মজুদ ও মূল্য তালিকা না টাঙ্গানোসহ বিভিন্ন অভিযোগে চার ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মূল্য তালিকা না লাগানো ও মিথ্যার আশ্রয় নেওয়ায় আরও চার ব্যবসায়ীকে আটক করা হয়, পরে ব্যবসায়ী নেতাদের জিন্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

খাগড়াছড়ি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান মসজিদ রোড ও মাছ-মাংসের বাজারে পৃথক অভিযান চালিয়ে এই জরিমানা করেন। এই নিয়ে গত কয়েক দিনের অভিযানে ৬৩ হাজার ১০ লিটার সয়াবিন তেল জব্দ ও দুই লাখ ২৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বিকালে মসজিদ রোডের মা স্টোরে অভিযানে চালিয়ে ৩১০ লিটার সয়াবিন তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা ও বেশি দামে তেল বিক্রির অপরাধে ওই প্রতিষ্ঠানের মালিক ওমর ফারুককে ৫ হাজার টাকা জড়িমানা ও উদ্বারকৃত তেল খোলা বাজারে বিক্রির নির্দেশ দেন। একই সময় মাছ-মাংসের বাজারে অভিযান চালিয়ে মূল্য তালিকা না টাঙ্গানোর অপরাধে চার মুরগী ব্যবসায়ীকে দুই হাজার করে ৮ হাজার টাকা জরিমানা ও মিথ্যার আশ্রয় নেওয়ার অপরাধে তিন মুরগী ব্যবসায়ীসহ চারজনকে আটক করা হয়।

পরে ব্যবসায়ী নেতাদের জিন্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।অভিযোগে জানা গেছে, সরকার তেলের দাম বাড়ানোর সাথে সাথে অসাধু ব্যবসায়ীরা আগের দামে কেনা তেল বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মজুদ করে ফেলে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ শুরু হওয়ার পর মজুদকৃত তেল সরিয়ে ফেলা হয়।

পূর্ববর্তী নিবন্ধমো. শাহ আলম
পরবর্তী নিবন্ধপোর্ট্রেটের সনদ বিতরণ অনুষ্ঠান