খাগড়াছড়িতে ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি | রবিবার , ২৩ জানুয়ারি, ২০২২ at ৪:৩৯ অপরাহ্ণ

খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌর শহরের মোহাম্মদপুর এলাকা থেকে মো. রুহুল অমিন (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী বলেন,‘ খবর পাওয়ার পর রোববার সকাল সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুরের বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

বাসাটিতে ভাড়ায় থাকতেন তিনি। কীভাবে মৃত্যু হয়ে তার এখনো বলতে পারছি না। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে কীভাবে তার মৃত্যু হয়েছে।’

ওসি আরো বলেন , পেশায় অটো চালক মো. রুহুল অমিন মাটিরাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ডের বড়ঝলা এলাকার মো. আবুল কালামের ছেলে। তিনি স্ত্রী ও ৭ মাস বয়সী ছেলে সন্তনকে নিয়ে মোহাম্মদপুর এলাকার আব্দুল জলিলের বাড়িতে ভাড়া থাকতেন। কীভাবে তার মৃত্যু হয়েছে পুলিশ তা খতিয়ে দেখছে।

পূর্ববর্তী নিবন্ধ১৮ বছর পর গোপাল কৃষ্ণ মুহুরী হত্যা মামলার আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচকরিয়ায় চার ভাইকে এলোপাথাড়ি কুপিয়ে জখম, নিহত ১