খাগড়াছড়িতে ‘গণপিটুনিতে’ আহত ইউপিডিএফ কর্মীর মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ৪ এপ্রিল, ২০২৩ at ৫:০৪ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির মানিকছড়ি কালাপানি স্কুলপাড়া এলাকায় ‘গণপিটুনিতে’ আহত হয়ে হ্লাচিংমং মারমা উষা (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবককে নিজেদের কর্মী দাবি করেছে প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)

মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনচারুল করিম বলেন, গত রোববার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার যোগ্যাছোলা ইউপির কালাপানি স্কুলপাড়া এলাকায় বালুর পয়েন্টে ইউপিডিএফ পরিচয়ে চাঁদাবাজি করতে আসে সশস্ত্র কয়েকজন চাঁদাবাজ। এ সময় এলাকার লোকজন ওই সশস্ত্র চাঁদাবাজদের ধাওয়া দেয়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও হ্লাচিংমং মারমা গণপিটুনিতে আহত হয়। আহত হ্লাচিংমংকে উদ্ধার করে সন্ধ্যায় উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১০টায় আহত হ্লাচিংমং মারমা মারা যায়। ওসি জানান, এ বিষয়ে আইনগত পরবর্তী করণীয় নিয়ে পুলিশ কাজ করছে।

খাগড়াছড়ি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাকিব উদ্দিন জানান, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে ।

ইউফিডিএফের প্রতিবাদ: এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অংগ্য মারমা। গতকাল সোমবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি ‘হ্লাচিংমং মারমাকে শারীরিক নির্যাতন চালিয়ে হত্যা’র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানিয়েছেন। যোগ্যছোলা ইউনিয়নের আওয়ামী লীগ নেতা এই ঘটনার নেতৃত্ব দেন বলে ওই ইউপিডিএফ নেতা অভিযোগ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধপদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলবে আজ
পরবর্তী নিবন্ধআইপি টিভিগুলোতে সংবাদ প্রচার থেকে বিরত থাকতে নির্দেশ