খাগড়াছড়িতে করোনা সংক্রমণ প্রতিরোধে উঠান বৈঠক

| শুক্রবার , ২২ জুলাই, ২০২২ at ৬:৪৬ পূর্বাহ্ণ

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধ প্রকল্পের আওতায় খাগড়াছড়ি সদর উপজেলায় গতকাল বৃহস্পতিবার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে স্থানীয় জনগোষ্ঠির মধ্যে করোনা টিকা (বুস্টার ডোজ) সহ সকল টিকা গ্রহণ, মাস্ক ব্যবহার, নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস বজায় রাখা, পরিস্কার পরিছন্ন থাকা, হাঁচি বা কাশি দেওয়ার সময় রুমাল, টিস্যু অথবা হাতের কনুই ব্যবহার করা, জনসমাগমস্থল এড়িয়ে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে পেরাছড়া ইউনিয়নের ১, ২, ৩ ও ৪ নং ওয়ার্ড এলাকায় বিভিন্ন বয়সের জনগোষ্ঠির উপস্থিতিতে সচেতনামূলক পরামর্শ প্রদান করা হয়।

ইউনিসেফের সহযোগিতায় এবং এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ-এডাব ও স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের বাস্তবায়নে কোভিড-১৯ বিষয়ে সচেতন করা ও ভ্যাকসিন গ্রহনে উদ্বুদ্ব করতে খাগড়াছড়ি সদর উপজেলায় পেরাছড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এই উঠান বৈঠকগুলো সম্পন্ন করেছে।

উঠান বৈঠকগুলো পরিচালনা করেন স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের ভলান্টিয়ার সুরেশ কুমার চাকমা ও পিন্টু চাকমা। উঠান বৈঠকে বলা হয় আমরা যদি নিজে সচেতন হই এবং অন্যদের সচেতন হতে উৎসাহ প্রদান করি তাহলে যেকোন ধরনের মহামারী মোকাবেলা করা অসম্ভব নয়। বৈঠকে পাড়ার বিভিন্ন বয়সের জনসাধারণ অংশগ্রহণ করেন। সবশেষে সকল জনগোষ্ঠিকে কোভিড-১৯ থেকে সুরক্ষায় সরকারি নির্দেশনাগুলো মেনে চলার আহ্বান জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি শিক্ষক সমিতির ফলাহার উৎসব
পরবর্তী নিবন্ধসেই রিকশাচালককে পুরস্কার দিলেন তানভীর শাহরিয়ার