খাগড়াছড়িতে করোনা সংক্রমণ বাড়ছে দুই জনের মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ১৩ জুলাই, ২০২১ at ১০:৪০ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে করোনা সংক্রমণ বাড়ছে। সোমবার দুপুরে সিভিল সার্জন নুপুর কান্তি দাশ জানান, গত ২৪ ঘন্টায় ১০৭ জনের করোনা নমুনা সংগ্রহ করা হয়।
এর মধ্যে ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা উপসর্গ নিয়ে মৃত্যু ১ জন এবং করোনা উপসর্গে সন্দেহজনক মৃত্যু ১জন। শনাক্তের হার ৪১.১২ শতাংশ। করোনা আক্রান্তদের মধ্যে খাগড়াছড়ি জেলা সদরে ২২ জন, মাটিরাঙায় ৬ জন, মানিকছড়ি ৪ জন, দীঘিনালায় ৩, মহালছড়িতে ৩, লক্ষীছড়িতে ১ এবং পানছড়িতে ৫ জন । রোববার করোনা শনাক্তের হার ছিল ২৫.৯৩ শতাংশ।
চলতি মাসে ১৩৭৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৪৫০ জনের করোনা শনাক্ত হয়। করোনায় জেলায় মোট মৃত্যু ১৩ জন।
শনাক্তের হার ৩২.৬৪%। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৩৫ জন। এর মধ্যে করোনা রোগী ১৮ জন এবং সন্দেহজনক রোগী ১৮ জন। খাগড়াছড়ির সিভিল সার্জন জানান, জেলা সদরের পাশাপাশি কয়েকটি উপজেলায় সংক্রমণের হার দিন দিন বেড়ে চলেছে। খাগড়াছড়ি সদর হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার ব্যবস্থা রয়েছে। করোনার লক্ষণ থাকলে হাসপাতালে এসে দ্রুত করোনা পরীক্ষা করাতে হবে।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে দুর্নীতি প্রতিরোধ কমিটির মাস্ক হস্তান্তর
পরবর্তী নিবন্ধদুর্যোগে সাধারণ মানুষের পাশে থাকে বিএনপি