খাগড়াছড়িতে এনসিপি ছেড়ে বিএনপিতে ৩০০ নেতাকর্মী

জামায়াতের সঙ্গে জোট

খাগড়াছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ৬ জানুয়ারি, ২০২৬ at ৪:৩৮ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির জেলা বিএনপিতে যোগদান করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি’র ৩ শতাধিক সদস্য। গতকাল সোমবার খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে যোগদান অনুষ্ঠানে এনসিপি খাগড়াছড়ির সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরার নেতৃত্বে প্রায় ৩ শতাধিক সদস্য বিএনপিতে যোগদান করেন।

বিএনপিতে যোগদান করা নবাগত সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।

এনসিপির খাগড়াছড়ি জেলার সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরা জানান, আসন্ন নির্বাচনে এনসিপি জামায়াতে ইসলামী নির্বাচনী জোট করে। বিষয়টি মেনে নিতে পারেনি অধিকাংশ নেতাকর্মী। সেজন্য বিএনপিতে যোগদান করেছি। স্বেচ্ছায় ও সজ্ঞানে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছি।

এসময় খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়া যোগদান করা নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বলেন, আপনারা স্বেচ্ছায় বিএনপিতে যোগ দিয়েছেন এজন্য আপনাদের ধন্যবাদ। আসন্ন সংসদ নির্বাচনের সবাইকে এক হয়ে কাজ করার জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু। উপস্থিত ছিলেনখাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোকবার্তা তারেক রহমানের হাতে
পরবর্তী নিবন্ধজাবেদ, তার স্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট