খাগড়াছড়িতে ৮০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৩৫ হাজার টাকাসহ মোশাররফ হোসেন জুয়েল (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকাল সাড়ে ৫টার খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি খাগড়াছড়ির পানছড়ি উপজেলার শান্তি নগরের বাসিন্দা মো. মোসলেম উদ্দিন ভূঁইয়ার পুত্র। গ্রেপ্তারের পর জুয়েল নিজেকে খাগড়াছড়ি জেলা জাতীয় পার্টির (এ) সাবেক সাংগঠনিক সম্পাদক বলে পুলিশকে জানায়।
খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মোশাররফ হোসেনকে অনুসরণ করে সরকারি স্কুল মাঠ হিল কুইন গেস্ট হাউজের সামনে থেকে আটক আটক করে। এরপর তার হেফাজতে থাকা স্কুটি তল্লাশি করে স্কুটির সিটের নিচ থেকে ৮০০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ৩৫ হাজার টাকা জব্দ করা হয়।