খাগড়াছড়িতে ইট ভাটা চালুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

খাগড়াছড়ি প্রতিনিধি | সোমবার , ২২ ডিসেম্বর, ২০২৫ at ১০:২৩ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে বন্ধ ইট ভাটা চালুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে ইট ভাটার শ্রমিক ও মালিকসহ বিভিন্ন শ্রমজীবী মানুষেরা। গতকাল রোববার সকালে শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়কে অবস্থান করে বিক্ষোভ করেন শ্রমিকরা। সকাল সাড়ে ১০ টা থেকে শুরু হওয়া সড়ক অবরোধ চলে দুপুর দেড়টা পর্যন্ত। বিকল্প পথে ছোট যানবাহন চলাচল করলেও বন্ধ থাকে যাত্রী ও পন্যবাহী যানবাহন চলাচল। এতে যানজটে জনভোগান্তি তৈরি হয়।এসময় বিক্ষোভাকারী বলেন, ‘চলতি মৌসুমে জেলার কোথাও একটি ইটভাটাও চালু না থাকায় পুরো জেলায় তীব্র ইট সংকট দেখা দিয়েছে। এর ফলে একদিকে যেমন শত শত কোটি টাকার সরকারি উন্নয়ন কার্যক্রম সম্পূর্ণভাবে থমকে গেছে তেমনি অন্যদিকে ইটভাটা সংশ্লিষ্ট পুরো জেলার হাজার হাজার শ্রমজীবী মানুষ জীবিকা হারিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। সরকারিভাবে শত শত কোটি টাকার প্রকল্প ইটের অভাবে থমকে আছে। ইটভাটা মালিকেরা খাগড়াছড়িতে পরিবেশের সকল নিয়মকানুন মেনেই ইটভাটা পরিচালনা করার জন্য প্রশাসনের অনুমতি চান। এসময় খাগড়াছড়ি ইটভাটা মালিক সমিতির সভাপতি হাফেজ আহমেদ ভূঁইয়া, ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মাহবুব আলম সবুজ, ঠিকাদার কল্যাণ সমিতির সদস্য সচিব সমর বিকাশ চাকমা, উপজাতি ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি রিপ রিপ চাকমা, রাজমিস্ত্রি কল্যাণ সমবায় সভাপতি মোঃ রাজ্জাক, ট্রাক্টর চালক কল্যাণ সমিতির সভাপতি মোঃ ইব্রাহিম সহ বিভিন্ন শ্রমজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও মানুষ বিক্ষোভ মিছিলে অংশ নেন। পরে খাগড়াছড়ি জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন জেলার ইট ভাটা শ্রমিক ও মালিকেরা। এসময় খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, বিষয়টি তিনি উধ্বর্তন কতৃপক্ষের নজরে আনবেন।

পূর্ববর্তী নিবন্ধশফিকীয়া দরবার শরীফে মিলাদ মাহফিল
পরবর্তী নিবন্ধমধ্য বহরপুর আর্চায্য পাড়া রক্ষাকালী মায়ের প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব