খাগড়াছড়িতে ইউসিবির ২০৬তম শাখার যাত্রা শুরু

খাগড়াছড়ি প্রতিনিধি | বুধবার , ১৫ সেপ্টেম্বর, ২০২১ at ৬:৪৪ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি ৭১ জন কৃষককে ২ কোটি ১০ লক্ষ টাকা কৃষি ঋণ বিতরণ করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ির পানখাইয়া পাড়া মারমা সংসদ উন্নয়ন ভবনের হল রুমে এ ঋণ বিতরণ করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী। এর আগে তিনি ইউসিবির ২০৬ তম খাগড়াছড়ি শাখা উদ্বোধন করেন।
ঋণ বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, ইউনাইটেড কমাশিয়াল ব্যাংক কৃষকদের সহজ শর্তে ঋণ প্রদান করে থাকে। খাগড়াছড়ির কৃষকরা যাতে সহজে ব্যাংকিং সুবিধা পায় সে ব্যবস্থা করবেন তিনি। এ সময় মং সার্কেলের সার্কেল চীফ রাজা সাচিংপ্রু চৌধুরী, ব্যাংক উপ-ব্যবস্থাপনা পরিচালক এটিএম তাহমিদুজ্জামান, খাগড়াছড়ি শাখা ব্যবস্থাপক মো. সারোয়ার হোসেন ও বাগান মালিক সমিতি সদস্যরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারী উপজেলা প্রকৌশলীদের বরণ ও বিদায় সংবর্ধনা
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে শিশু একাডেমি ভবন উদ্বোধনের অনুষ্ঠান বর্জন সাংবাদিকদের