খাগড়াছড়িতে আজ আধাবেলা সড়ক অবরোধ

খাগড়াছড়ি প্রতিনিধি | বুধবার , ১০ সেপ্টেম্বর, ২০২৫ at ১২:০১ অপরাহ্ণ

খাগড়াছড়িতে ঢাকাচট্টগ্রাম ও খাগড়াছড়িসাজেক সড়কে আজ বুধবার আধাবেলা অবরোধ দেওয়া হয়েছে। মানিকছড়িগুইমারা সীমান্তবর্তী তবলা পাড়ায় গুলিবর্ষণ ও এ ঘটনায় জড়িত ৬ জন সন্ত্রাসীকে গতকাল মঙ্গলবার সন্ধ্যার মধ্যে গ্রেপ্তার না করায় আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি দিয়েছে ইউপিডিএফ সমর্থিত তিন সংগঠন।

গতকাল রাত ৯টার দিকে সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা সভাপতি মিঠুন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক এন্টি চাকমা এই কর্মসূচি পালনের বিষয়টি জানান।

প্রেস বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করে ইউপিডিএফের অন্যতম সংগঠক অংগ্য মারমা বলেন, পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও নারী আত্মরক্ষা কমিটি এই তিনটি সংগঠন অবরোধের ডাক দিয়েছে। অবরোধ পালনকালে অ্যাম্বুলেন্স, জরুরি ঔষধ ও বিদ্যুৎ সরবরাহকারী গাড়ি, সাংবাদিক ও সংবাদপত্র বহনকারী যান অবরোধের আওতামুক্ত থাকবে বলে।

গত ৭ সেপ্টেম্বর সকাল ১০টার ৬ জন সন্ত্রাসী তবলা পাড়ায় গ্রামবাসীদের ওপর গুলিবর্ষণ করে। স্থানীয় জনতা সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ করে তাদেরকে আটক করে। সন্ত্রাসীদের গ্রেপ্তার না করায় অবরোধ দেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধব্যাংক কর্মকর্তার গলায় ছুরি ধরে ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
পরবর্তী নিবন্ধদেশি পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি, কমছে দাম