খাগড়াছড়িতে আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক গ্রেপ্তার

খাগড়াছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ৩০ ডিসেম্বর, ২০২৫ at ১০:৫৮ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নুর হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাতে শালবন এলাকার নিজ বাসা থেকে খাগড়াছড়ি সদর থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নুর হোসেন চৌধুরী খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক।

তার বিরুদ্ধে ৫ আগস্ট পরবর্তী সময়ে অন্তত দশটি মামলা হয়েছে। খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ কায় কিসলু বলেন, আমাদের নিয়মিত অভিযানে নুর হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বিকেলে আদালতে সোর্পদ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগে মামলা, গ্রেপ্তার এক
পরবর্তী নিবন্ধজামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসায় সহীহ বুখারী ও তিরমিযী শরীফের সমাপনী দরস