খাগড়াছড়িতে অস্ত্র আইনে একজনকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল রোববার দুপুরে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত (স্পেশাল ট্রাইবুন্যাল–৪) এর বিচারক শায়লা শারমিন আসামীর উপস্থিতিতে এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামী খজেন্দ্র ত্রিপুরা (৪৫) মাটিরাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের তৈকাডাং হরিপূর্ণ পাড়ার বাসিন্দা কিশোর চান ত্রিপুরার ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ৬ জানুয়ারি মাটিরাঙ্গা পৌরসভার সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পিস্তল (এলজি), একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ খজেন্দ্র ত্রিপুরাকে আটক করে চট্টগ্রাম র্যাব–৭ এর একটি দল। ঘটনার ওই রাতে মাটিরাঙ্গা থানায় খজেন্দ্র ত্রিপুরার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পরদিন তাকে আদালতের মাধ্যমে হাজতে প্রেরণ করা হয়। কয়েস মাস হাজতবাসের পর জামিনে ছিলেন। আদালতের রায়ের সময় আসামী উপস্থিত ছিলেন।