গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খাগড়াছড়ি জেলার দীঘিনালা থেকে ৪ চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার বানছড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার গ্রেপ্তারকৃতদের পুলিশে সোর্পদ করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দুইটি বিদেশী পিস্তল, ৪০ রাউন্ড গুলি, ১০টি মোবাইল, ৭টি চাঁদা আদায়ের রশিদ বই, চাঁদাবাজির মাধ্যমে অর্জিত ৫ লাখ ৭৪ হাজার ৫২১ টাকা জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন-পুর্ণ জীবন চাকমা, সমর বিকাশ চাকমা (ভালা), প্রত্যয় চাকমা (প্রীতি) ও বিধু ভূষণ চাকমা। তারা সবাই ইউপিডিএফের স্থানীয় চাঁদাবাজ বলে নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, তাদের বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।