খাগড়াছড়ির মানিকছড়িতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে কয়লা তৈরির উদ্দেশ্যে নির্মিত প্রায় ২১টি অবৈধ চুল্লি ধ্বংস করা হয়। এ সময় পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ২টি পৃথক মামলায় ২ ব্যক্তিকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।
গতকাল মঙ্গলবার বিকেলে মানিকছড়ি উপজেলা বাটনাতলী ইউনিয়নের মাস্টারঘাটা ও ঢাকাইয়া শিবির এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বন বিভাগের মানিকছড়ি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল হামিদ। উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, খাগড়াছড়ি পার্বত্য জেলার পরিদর্শক মো. নুরুল আমিন প্রধান।
মানিকছড়ি রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল হামিদ বলেন, অভিযানে প্রায় ২১টি অবৈধ চুল্লি ধ্বংস করা হয় এবং পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ২ মামলায় ২ জন ব্যক্তিকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশ রক্ষা, বনজ সম্পদ সংরক্ষণ এবং জনস্বার্থ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।










