খাগরিয়ায় পার্থ সারথির ওপর হামলার ঘটনায় মামলা

অস্ত্র আইনে আরো একটি মামলা দায়ের হবে

সাতকানিয়া প্রতিনিধি | বুধবার , ৯ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:৩৬ পূর্বাহ্ণ

সাতকানিয়ার খাগরিয়ায় চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথি চৌধুরীর উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার রাতে পার্থ সারথি চৌধুরী নিজে বাদি হয়ে সাতকানিয়া থানায় এ মামলা দায়ের করেন। মামলায় খাগরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ জসীম উদ্দিনসহ ১০ জনকে এজাহার নামীয় ও ৩০-৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
জানা যায়, পার্থ সারথি চৌধুরী গত রবিবার রাতে খাগরিয়া ভোর বাজারের পার্শ্ববর্তী দিলীপ বিশ্বাসের বাড়ি এলাকায় বোনের বাড়িতে যাচ্ছিলেন। তিনি ইউনিয়নের মাইজ পাড়া এলাকায় পৌঁছার পর ৪০-৫০ জনের দল সিগন্যাল দিয়ে গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে গাড়ি থেকে নামিয়ে মারধর করে। মারধরের এক পর্যায়ে টানা হেঁচড়া করে পার্থ সারথি চৌধুরীকে চেয়ারম্যান প্রার্থী জসীমের বাড়িতে নিয়ে যায়। সেখানে নেয়ার পর পাশে অবৈধ অস্ত্র দিয়ে জোরপূর্বক ছবি উঠিয়ে পুলিশকে খবর দেয়। পরে অস্ত্রসহ আটক করা হয়েছে বলে প্রচার করে পুলিশের হাতে তুলে দেয়।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আবদুল জলিল জানান, পার্থ সারথি চৌধুরী মূলত বোনের বাড়িতে যাচ্ছিলেন। এসময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জসীম উদ্দিনের নেতৃত্বে কিছু লোক তাকে আটকের পর মারধর করে। পরে তার পাশে অবৈধ অস্ত্র দিয়ে ছবি উঠিয়ে পুলিশকে খবর দেয়। পুলিশের তদন্তে বিষয়টি বেরিয়ে এসেছে। এ ঘটনায় পার্থ সারথি চৌধুরী একটি মামলা দায়ের করেছেন। এছাড়া অবৈধ অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অস্ত্র আইনে আরো একটি মামলা দায়ের করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় দুইজন নিহতের ঘটনায় এখনো মামলা হয়নি
পরবর্তী নিবন্ধদেশে একদিনে ৪৩ মৃত্যু, ২১ সপ্তাহের সর্বোচ্চ