বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার চট্টগ্রাম পর্বের গতকালের ম্যাচে জয় পেয়েছে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়। সাগরিকাস্থ মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ম্যাচে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় ২৫১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে পেকুয়া সরকারী মডেল জিএমসি ইনস্টিটিউটকে। খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের গড়া ৩৫২ রানের জবাবে পেকুয়া সরকারী মডেল জিএমসি ইনস্টিটিউট মাত্র ১০১ রানে অল আউট হয়ে যায়। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় তির ব্যাটারের ঝড়ো হাফ সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ে। দলের পক্ষে তিন হাফ সেঞ্চুরিয়ান হলো মোহাম্মদ হান্নান ৭৯ বলে ৬৪ রান। ৭টি চার এবং ২টি ছক্কা মেরেছে হান্নান। ৪৮ বলে ৮২ রানের ঝড়ো ইনিংস খেলে আসাদুল হক। ৮টি চার এবং ৫টি ছক্কা মেরেছে আসাদুল। শেষদিকে ৪৯ বলে ৬৪ রান করে তারিকুল ইসলাম। ৬টি চার এবং ৪টি ছক্কা মেরেছে তারিকুল। এছাড়াও ৫৪ বলে ৫টি চার এবং একটি ছক্কায় ৪০ রান করে নোমান। ৩৩ বলে ৪টি চার এবং একটি ছক্কায় ৩২ রান করে সাইফাদ। অতিরিক্ত থেকে আসে ৪১ রান। পেকুয়া সরকারী মডেল জিএমসি ইনস্টিটিউটের পক্ষে ২টি করে উইকেট নিয়েছে হানিফ এবং ছোটন। একটি করে উইকেট নিয়েছে ফরহাদুল, নাকিবুল এবং রাব্বান।
৩৫৩ রানের বিশাল টপকাতে গিয়ে খাগড়াছড়ি স্রকারী উচ্চ বিদ্যালয়ের বোলারদের তোপের মুখে পড়ে মাত্র ১০১ রানে অল আউট হয়ে যায় পেকুয়া সরকারী মডেল জিএমসি ইনস্টিটিউট। দলের দুই ওপেনার রিব্বানুর রহমান এবং নাবিল হাসান করেছে যথাক্রমে ১৯ এবং ২৫ রান। এছাড়া দুই অংকে যেতে পেরেছে ১০ রান করা আবু হানিফ। খাগড়াছড়ি স্রকারী উচ্চ বিদ্যালয়ের পক্ষে ৩৩ রানে ৪ উইকেট নিয়ে একাই প্রতিপক্ষকে ধসিয়ে দিয়েছে আসাদুল হক। ২টি উইকেট নিয়েছে দ্বীপ্ত বড়ুয়া। একটি করে উইকেট নিয়েছে আল নোমান এবং মনন চাকমা।