খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপির বর্ধিত সভা

খাগড়াছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ জানুয়ারি, ২০২৫ at ১১:০৪ পূর্বাহ্ণ

খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপির আয়োজনে পৌর টাউন হল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সদর উপজেলা বিএনপির সভাপতি মফিজুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়া।

সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম ভূঁইয়ার সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি প্রবীন চাকমা, মংসুইথোয়াই চৌধুরী, ক্ষেত্র মোহন রোয়াজা, এড. মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, . রব রাজা, মাহাবুব আলম সবুজ, অশোক মজুমদার।

বর্ধিত সভায় প্রধান অতিথি ওয়াদুদ ভূঁইয়া খাগড়াছড়ি জেলা বিএনপির সুনাম অক্ষুন্ন রেখে দলীয় কার্যক্রম গতিশীল করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় সভায় উপজেলার দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় শর্ট সার্কিটের আগুনে পুড়ল দুই দোকান
পরবর্তী নিবন্ধসাধনপুরে বেপরোয়া ট্রাকের ধাক্কায় পথচারী নিহত