খাগড়াছড়ি প্রশাসনের আশ্রয়ে ৭২ ভারতীয় নাগরিক

দুই দিনেও পুশব্যাক হয়নি

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ৯ মে, ২০২৫ at ৯:৪৪ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে বুধবার ভোরে অনুপ্রবেশের অভিযোগে আটক ৭২ ভারতীয় নাগরিককে পুশব্যাক করতে পারেনি প্রশাসন। কবে তাদের পুশব্যাক করা হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি জেলা প্রশাসন। তবে সীমান্তে নতুন করে পুশব্যাক নেই বলে জানিয়েছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) নাজমুন আরা সুলতানা।

সরেজমিনে বৃহস্পতিবার দুপুর খাগড়াছড়ির সীমান্তবর্তী পানছড়ি উপজেলার লোগাং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় বিদ্যালয়ে ৩০ ভারতীয় নাগরিককে প্রশাসনের আশ্রয়ে রাখা হয়েছে।

বিদ্যালয়টির দ্বিতীয় তলায় একটি কক্ষে তাদের রাখা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ কুমার ত্রিপুরা বলেন, ‘বুধবার রাতে ৩০ জন ভারতীয় নাগরিককে এখানে নিয়ে আসা হয়েছে। সীমান্তবর্তী রূপসেন পাড়া এলাকা থেকে তাদেরকে নিয়ে আসা হয়। এদের মধ্যে ২৩ জন নারী, ৩ জন পুরুষ এবং ৪ জন শিশু রয়েছে। তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রান্না করা খাবার খাওয়ানো হচ্ছে।’

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তত্ত্বাবধানে তাদের রাখা হয়েছে। পুলিশও মোতায়েন করা হয়েছে। এছাড়া মাটিরাঙা উপজেলার শান্তিপুর এবং তাইন্দং সীমান্তে যথ

এদিকে সীমান্তের পুশইনের ঘটনায় শঙ্কা প্রকাশ করেছে স্থানীয়রা।

লোগাং বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের বলেন, ‘গতকাল আমরা খবর পেলাম ভারত থেকে লোক আসতেছে। রাত ৮টার দিকে বিজিবি গাড়িতে করে তাদেরকে নিয়ে আসে। পরে পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি এসেছেন।’

লোগাংয়ের স্থানীয় বাসিন্দা আয়নুল হোসেন বলেন, ‘এখানে ৩০ ভারতীয় নাগরিককে রাখা হয়েছে। তাদের রান্না করে খাওয়ানো হচ্ছে। দেশের বর্তমান পরিস্থিতিতে এভাবে পুশইন করার কারণে আমরা আতংকিত। আমরা এখন বর্ডারে কড়া নজরদারি চাচ্ছি। যাতে ভারতের লোক ডুকতে না পারে।’

খাগড়াছড়ির জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) নাজমুন আরা সুলতানা বলেন, ‘যাদেরকে পুশইন করা হয়েছে সীমান্ত রক্ষী বাহিনী ও স্থানীয় প্রশাসন তাদের বিষয়ে একসাথে কাজ করছে। তাদের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। যেহেতু সেখানে নারী ও শিশু রয়েছে তাই মানবিক কারণে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে খাবার দেয়া হচ্ছে। ’

বুধবার ভোরে খাগড়াছড়ির মাটিরাঙার শান্তিপুর দিয়ে ২৭ জন, তাইন্দ দিয়ে ১৫ জন ও পানছড়ির লোগাং দিয়ে ৩০ জনকে বিএসএফ জোরপূর্বক অনুপ্রবেশ করায়।

পূর্ববর্তী নিবন্ধ৫ম সমাবর্তন ঘিরে চবিতে চলছে নানামুখী প্রস্তুতি
পরবর্তী নিবন্ধআবদুল হামিদের দেশত্যাগে জড়িতদের ধরা হবে, না হলে আমিই চলে যাব : স্বরাষ্ট্র উপদেষ্টা