খাগড়াছড়ি জেলা পরিষদের নতুন চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা

খাগড়াছড়ি প্রতিনিধি | বুধবার , ৯ জুলাই, ২০২৫ at ৭:৪৫ পূর্বাহ্ণ

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান হিসেবে শেফালিকা ত্রিপুরাকে নিয়োগ দিয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার বিকেলে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খাগড়াছড়ি জেলা পরিষদের ১৯৮৯ সালে ১৪ এর ধারা অনুযায়ী জেলা পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হল। চেয়ারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ার পর শেফালিকা ত্রিপুরা প্রাথমিক প্রতিক্রিয়ায় সকলের সহযোগিতা কামনা করেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের আরও ৭ জন ডেঙ্গু আক্রান্ত
পরবর্তী নিবন্ধচবি ছাত্র শিবিরের নতুন সভাপতি মোহাম্মদ আলী,সেক্রেটারি পারভেজ