খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক সদস্য গ্রেপ্তার

খাগড়াছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:০৭ পূর্বাহ্ণ

খাগড়াছড়ি আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য খোকনেশ্বর ত্রিপুরাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে জেলা শহরের সরকারি মহিলা কলেজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানান, নাশকতার প্রস্তুতিকালে তাকে গ্রেপ্তার করা হয়। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। খোকনেশ্বর ত্রিপুরার বিরুদ্ধে জুলাইআগস্টে ছাত্রজনতার উপর হামলা ও জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার বাসভবনসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় একাধিক মামলা রয়েছে।

জানা গেছে, খোকনেশ্বর ত্রিপুরা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে দুই দফা সদস্য ছিলেন। তার বিরুদ্ধে বিগত দিনে জেলা পরিষদে হস্তান্তরিত জেলা প্রাথমিক শিক্ষাসহ বিভিন্ন দপ্তরে নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন দুর্নীতিঅনিয়মের অভিযোগ ছিল।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, অপারেশন ডেভিল হান্টের অভিযানে এ পর্যন্ত পৌনে এক শতাধিক আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে আটক করা হয়েছে। পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধদেশের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ, দেড় লাখ ছাড়াল ভরি
পরবর্তী নিবন্ধএসি ২৫ ডিগ্রির নিচে নামলে সংযোগ বিচ্ছিন্নের হুঁশিয়ারি