খাগড়াছড়ি জেলা আইনজীবী সমিতির নেতৃত্বে আশুতোষ

খাগড়াছড়ি প্রতিনিধি | বুধবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ৫:১৮ অপরাহ্ণ

আবারো খাগড়াছড়ি জেলা আইনজীবী সমিতিতে নেতৃত্বে এডভোকেট আশুতোষ চাকমা। আসন্ন জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

২০১৫ সালের জানুয়ারি থেকে তিনি আইনজীবী সমিতির নেতৃত্ব দিয়ে আসছেন। এই নিয়ে টানা ৮ম মেয়াদে সভাপতির দায়িত্ব পান তিনি।

এডভোকেট আশুতোষ চাকমা ১৯৯১-৯২ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আইন বিভাগের ভর্তি হন। ১৯৯৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকত্তোর ডিগ্রি সম্পন্ন করে। ১৯৯৮ সালে খাগড়াছড়িতে তিনি আইন পেশা শুরু করেন।

আইন পেশার পাশাপাশি রাজনীতির মাঠেও সক্রিয় এডভোকেট আশুতোষ চাকমা। তিনি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। এছাড়া খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছে তিনি।

সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এডভোকেট আশুতোষ চাকমা বলেন, অতীতের মতো পেশাজীবীদের স্বার্থ রক্ষার কাজ করব। আগামী ১১ ফেব্রুয়ারি জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে বাঁকখালী নদী থেকে যুবকের লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধঅস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, ৩ লাখ টাকা জরিমানা