এশিয়ান কনফারেন্স অব রিলিজিয়নস ফর পিসের (এসিআরপি) পৃষ্ঠপোষকতায় ফ্ল্যাগশিপ প্রজেক্টের আওতায় রিলিজয়নস ফর পিস (আরএফপি) বাংলাদেশ চ্যাপ্টার চট্টগ্রাম বিভাগের সাম্প্রতিক বন্যাকবলিত খাগড়াছড়ি ও ফেনীর স্কুলশিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে।
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার চৌংড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ ও মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএফপি বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাছুম আহমেদ, মহালছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম খান, চৌংড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুস্থতা বড়ুয়া, সংগঠনের অর্থ সম্পাদক বিশ্বজিৎ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ফারুক তাহের, নির্বাহী সদস্য ও খাগড়াছড়ি চ্যাপ্টারের প্রতিনিধি জিতেন বড়ুয়া, খাগড়াছড়ি জেলা পরিষদ কর্মকর্তা চিংলা মং চৌধুরী, আরএফপি বাংলাদেশের নির্বাহী সদস্য মুক্তা চক্রবর্তী, সংস্কৃতিকর্মী জয়মালা বড়ুয়া ও মংচানু মারমা। এদিকে আরএফপি বাংলাদেশ চ্যাপ্টারের উদ্যোগে গত ৬ ফেব্রুয়ারি ফেনীর বিরিঞ্চি এলাকায় স্কুলশিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় শিক্ষাসামগ্রী। এ সময় উপস্থিত ছিলেন আরএফপি বাংলাদেশ চ্যাপ্টারের সাবেক সেক্রেটারি জেনারেল প্রফেসর ড. এন এইচ এম আবু বকর, বর্তমান সেক্রেটারি জেনারেল ড. মাছুম আহমেদ, আরএফপির নির্বাহী সদস্য প্রফেসর মো. জসিম উদ্দিন, দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আমিন রিজভী, অর্থসম্পাদক বিশ্বজিৎ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক ফারুক তাহের, প্রজেক্ট বিরিঞ্চির কর্ণধার সায়মা লুবনা, শান্তিকর্মী রাদিয়া আহমেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।