খাগড়াছড়ি পৌর শহরে ও সীতাকুণ্ডের কুমিরায় পৃথক অগ্নিকাণ্ডে ১৭টি দোকান–ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে বলে জানা যায়। খাগড়াছড়ি প্রতিনিধি জানান, গত শনিবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে খাগড়াছড়ি পৌর শহরের শহীদ কাদের সড়ক এলাকায় আগুনে পুড়েছে ১২টির বেশি ব্যবসা প্রতিষ্ঠান।
পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে কাঠের দোকান, আসবাবপত্র, ডেকোরেশন, পাইপ ফিটিংসের দোকান, সিমেন্ট ও সারের গুদাম, চিরানো কাঠ ও ফার্নিচার কারখানা রয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ দুই কোটি টাকার বেশি বলে ধারণা করছেন স্থানীয়রা।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ৪টার দিকে আগুন লাগার খবর পান তারা। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে কিছুই জানাতে পারেনি। তদন্ত করে বিষয়টি জানানোর কথা বলেছেন সাব স্টেশন অফিসার সাইদুর রহমান খান।
সীতাকুণ্ড প্রতিনিধি জানান, উপজেলার কুমিরা ইউনিয়নের ঘাটঘর সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডে মাছের আড়ত এবং অন্যান্য ৫টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার সম্পদ ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান।
কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ জানান, গতকাল সকাল ১১টার দিকে কুমিরা ঘাটঘর এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন কীভাবে লেগেছে তার সূত্র জানা যায়নি। আগুনে কুমিরা জেলে পাড়ার রাস্তার পাশের মাছের আড়তসহ ৫টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।