খাগড়াছড়ি অবৈধভাবে পাহাড় কাটায় ২ লক্ষ টাকা জরিমানা

খাগড়াছড়ি প্রতিনিধি | বুধবার , ৯ অক্টোবর, ২০২৪ at ৯:২১ অপরাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মো.নজরুল ইসলাম (৪৯) নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার দুপুরে জেলার দীঘিনালা উপজেলার মেরুং ইউপি সংলগ্ন স্টীল ব্রীজ নামক এলাকায় সরেজমিনে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লুৎফর নাহার শারমীন।

এ সময় অনুমোদন ব্যাতিত অবৈধভাবে পাহাড় কাটার দায়ে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারা মতে দোষী ব্যক্তি মো. নজরুল ইসলামকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপরীক্ষার রেজাল্ট দেখা হলো না শহীদ ওয়াসিমের
পরবর্তী নিবন্ধরাউজানে ৪ অবৈধ ইটভাটায় ১ লাখ ৮০ হাজার টাকার জরিমানা