দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে খাগড়াছড়ির ১শ৯৬ টি কেন্দ্রের মধ্যে দুর্গম ৯৮ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে ।
গতকাল শনিবার সকালে ১১ টার দিকে নয়টি উপজেলা সদর থেকে দুর্গম এলাকার কেন্দ্রগুলো নির্বাচনী সরঞ্জাম ও লোকবল পাঠানো হয়। বাকি ৯৮টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম আজ রোববার ভোরে পাঠানো হবে। লক্ষীছড়ি ও দীঘিনালার তিনটি অতি দুর্গম কেন্দ্রে হেলিকপ্টারে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা মো. সহিদুজ্জামান জানান, গতকাল শনিবার দুর্গমতা ও নিরাপত্তাজনিত কারনে ৯৮টি ভোট কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হয়েছে। কাছাকাছি কেন্দ্রগুলোতে ভোটের দিন ভোরে ব্যালেট পাঠানো হবে।’খাগড়াছড়ির মোট ভোটার ৫ লাখ ৪ হাজার ৫১৯ জন।