খাগড়াছড়ির সাথে সারা দেশের যান চলাচল বন্ধ ছিল পাঁচ ঘণ্টা

ভারী বর্ষণে পাহাড় ধস

খাগড়াছড়ি প্রতিনিধি | রবিবার , ১৮ আগস্ট, ২০২৪ at ৮:৪৪ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির আলুটিলায় সাপমারা এলাকায় পাহাড় ধসে ঢাকা ও চট্টগ্রামসহ সারা দেশের সাথে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে আটকা পড়ে বহু যানবাহন। গতকাল শনিবার সকাল ৮টার দিকে খাগড়াছড়িআলুটিলা সড়কের সাপমারা এলাকায় এ ঘটনা ঘটে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপপরিচালক জাকির হোসেন জানান, সকালের দিকে পাহাড়ের বড় একটি অংশ ধসে সড়কের ওপরে চলে আসে। এ সময় পাহাড়ের মাটির সাথে গাছ ও বৈদ্যুতিক খুটি সড়কের ওপর এসে যায়, কষ্টসাধ্য হয়ে যায় মাটি সরানোর কাজ। এতে খাগড়াছড়ির সাথে ঢাকা, চট্টগ্রামসহ সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি আরো বলেন, আমাদের খাগড়াছড়ি ও মাটিরাঙা ইউনিটের সদস্যরা এসে মাটি সরানোর কাজ শুরু করে। দুপুর ১টার দিকে সড়ক যান চলাচলের উপযোগী হয়। সকাল ১০টায় সড়ক ও জনপদ বিভাগ কাজে যোগ দেয়। খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, মাটি ধসে যান চলাচল বিঘ্ন হয়। সড়কের উপর প্রচুর মাটি চলে এসেছে। মাটি সরানোর কাজে ফায়ার সার্ভিসের সাথে আমরাও যোগ দিয়েছি। এটি যান চলাচলের উপযোগী করতে বেশ সময় লাগবে। সড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পড়েছে। দুপুর ১টায় যান চলাচল স্বাভাবিক হয়।

পূর্ববর্তী নিবন্ধকোটা আন্দোলন ঘিরে ৬৫ শিশুর মৃত্যু : ইউনিসেফ
পরবর্তী নিবন্ধকক্সবাজারে গরু চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা