খাগড়াছড়ির শাপলা চত্বরে শিক্ষার্থীদের অবস্থান

খাগড়াছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৮ জুলাই, ২০২৪ at ১২:৩০ অপরাহ্ণ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা “শাট ডাউন” কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় শহরে মূল পয়েন্ট শাপলা চত্বরে অবস্থান নেয় তারা। এর আগে চেঙ্গী স্কয়ার থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে আসে। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এছাড়া শাপলা চত্বর অবরুদ্ধ থাকায় খাগড়াছড়ির সাথে দীঘিনালা উপজেলার যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় শিক্ষার্থীরা ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ রাখার অনুরোধ জানান।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) তানভীর হাসান বলেন, আমরা শিক্ষার্থীদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করছি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আন্দোলনকারীদের বিক্ষোভ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামসহ সারাদেশে মোবাইল ইন্টারনেটের ফোর-জি সেবা বন্ধ