ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচনে খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় গতকাল ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এছাড়া লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদের স্থগিত হওয়া দুই ভোটকেন্দ্রের পুনর্নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূণভাবে শেষ হয়েছে।
মহালছড়ি উপজেলা : উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) এম.এন. লারমা গ্রুপ সমর্থিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান বিমল কান্তি চাকমা। ১৪টি কেন্দ্রে কাপ–পিরিচ প্রতীকে তিনি পেয়েছেন ১০ হাজার ১৩৭ ভোট। আনারস প্রতীকে ৭ হাজার ৮৪৫ ভোট পেয়েছেন তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ক্যজরী চৌধুরী। ভাইস চেয়ারম্যান হিসেবে টানা দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়েছে জসীম উদ্দিন। তিনি পেয়েছেন ১১ হাজার ৮০ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জিল্লুর রহমান পেয়েছেন ৬ হাজার ৩২২ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন সুইনুচিং চৌধুরী। তিনি পেয়েছেন ১১ হাজার ৮৯৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোছা. জাহানারা বেগম পেয়েছেন ৫ হাজার ৯৪৭ ভোট।
লক্ষ্মীছড়ি উপজেলা : প্রশাসনের নিরাপত্তা বেষ্টনিতে শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদের স্থগিত হওয়া দুই ভোটকেন্দ্রের পুনর্নির্বাচন। এর আগে ৮ মে অনুষ্ঠিত প্রথম ধাপের নির্বাচনে ১৩ কেন্দ্রের মধ্যে স্থগিত হওয়া দুই কেন্দ্র বাদে ১১ কেন্দ্রের ফলাফলে ১২৬ ভোটে পিছিয়ে থাকলেও বাকি দুই কেন্দ্রের পুনর্নির্বাচনে শেষ পর্যন্ত বাজিমাত করলেন আঞ্চলিক দলের সমর্থনপুষ্ট স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সুপার জ্যোতি চাকমা। সর্বমোট ১৩টি কেন্দ্রে কৈ মাছ প্রতীকে ১ হাজার ৪৫৫ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। গতকাল বুধবারের পুনর্নির্বাচনে দুই কেন্দ্রে ২ হাজার ২৪১ ভোট পেয়েছেন সুপার জ্যোতি চাকমা। আর মাত্র ৬৬০ ভোট পেয়েছেন সাথোয়াই অং মারমা।
দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কৈ মাছ প্রতীকে সুপার জ্যোতি চাকমা পেয়েছেন ১২৪১ ভোট এবং তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাথোয়াই অং মারমা আনারস প্রতীকে পেয়েছেন ৪৫০ ভোট। এছাড়া যতীন্দ্র কার্বারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কৈ মাছ প্রতীকে সুপার জ্যোতি চাকমা পেয়েছেন ১ হাজার ভোট এবং সাথোয়াই অং মারমা আনারস প্রতীকে পেয়েছেন মাত্র ২১০ ভোট। সবমিলিয়ে ১৩ কেন্দ্রে কৈ মাছ প্রতীকে সুপার জ্যোতি চাকমা পেয়েছেন সর্বমোট ৮ হাজার ২৮৫ ভোট এবং সাথোয়াই অং মারমা আনারস প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৮৩০ ভোট। ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন রতন বিকাশ ত্রিপুরা। তিনি পেয়েছেন ৮ হাজার ৬২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাজেন্দ্র চাকমা ৫ হাজার ৩২১ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছে অংক্রপ্রু মারমা। তিনি পেয়েছেন ৯ হাজার ৩৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মিনুচিং মারমা পেয়েছেন ৫ হাজার ৯৮২ ভোট।