খাগড়াছড়ির তিন উপজেলায় বিজয়ী হলেন যারা

খাগড়াছড়ি প্রতিনিধি | বুধবার , ২২ মে, ২০২৪ at ১০:২৫ পূর্বাহ্ণ

উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে খাগড়াছড়ির তিন উপজেলার ভোট গ্রহণ হয়েছে। খাগড়াছড়ি সদর উপজেলায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম । পানছড়ি উপজেলায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ইউপিডিএফ সর্মথিত প্রার্থী চন্দ্রদেব চাকমা। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইউপিডিএফ ও জেএসএস (এমএন লারমা ) সমর্থিত প্রার্থী ধর্মজ্যোতি চাকমা ।

পানছড়ি : পানছড়িতে চেয়ারম্যান হিসেবে বিজয়া হয়েছেন ইউপিডিএফ সমর্থিত প্রার্থী চন্দ্র দেব চাকমা। তিনি কাপপিরিচি প্রতীক নিয়ে পেয়েছেন ২৪ হাজার ৮৩২ ভোট। তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী মিটন চাকমা পেয়েছেন ১৬ হাজার ৩৫৭ ভোট । ভাইস চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন সৈকত চাকমা। তিনি পেয়েছেন ২৪ হাজার ১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কিরণ ত্রিপুরা পেয়েছেন ৭ হাজার ৩১৮ ভোট। জয়নাথ দেব ও লোকমান হোসেন পেয়েছেন যথাক্রমে ৫হাজার ৪ ৯৪ ভোট , ৩ হাজার ৭৩৬ ভোট। নারী ভাইস চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন মনিতা ত্রিপুরা । তিনি পেয়েছেন ২১ হাজার ২৬৩ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সুজাতা চাকমা পেয়েছেন ১৮ হাজার ৭৪৭ ভোট।

খাগড়াছড়ি সদর উপজেলা : খাগড়াছড়ি সদর উপজেলায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম। তিনি পেয়েছেন ১৬ হাজার ৮৩২ ভোট । তার নিকতম প্রতিদ্বন্দ্বী সন্তোষিত চাকমা পেয়েছেন ৮ হাজার ৫৬৫ ভোট। আকতার হোসেন পেয়েছেন ৬ হাজার ৯৩৭ ভোট, জ্ঞান ত্রিপুরা পেয়েছেন ৬ হাজার ৫১০ ভোট, সুশীল জীবন ত্রিপুরা পেয়েছেন ৯৪৭ ভোট , জাতীয় পার্টির নজরুল ইসলাম ১৩৩ ভোট। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ক্যউচিং মারমা । তিনি পেয়েছেন ১৬ হাজার ২৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্দন্দ্বী আসাদউল্লাহ পেয়েছেন ১০ হাজার ৪১৭ ভোট, মো.এরশাদ হোসেন ৬ হাজার ৪৯৬ ভোট। নারী ভাইস চেয়ারম্যান হিসেবে কল্যাণী ত্রিপুরা বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১৭ হাজার ৪৭১ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিপু ত্রিপুরা পেয়েছেন ১১ হাজার ৬৭৭ ভোট।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে উপজেলা চেয়ারম্যান হলেন নাছির উদ্দিন
পরবর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়িতে তোফাইল, লামায় মোস্তফা নির্বাচিত