খাগড়াছড়িতে ৪ ব্যবসায়ীকে জরিমানা

খাগড়াছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ১২ মার্চ, ২০২৪ at ২:১০ অপরাহ্ণ

রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে খাগড়াছড়িতে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি জেলা সদরের প্রধান বাজারে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম নুরুন্নবী।

তিনি বলেন, মূল্যতালিকা না থাকায় ও বাড়তি মূল্য আদায় করায় ৪ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন (২০১৯) এর ৩৮ ও ৩৯ ধারায় ৫ টাকা জরিমানা করা হয়।

এ সময় মূল্য তালিকা না থাকায় কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয়।

জেলা প্রশাসকের নির্দেশ অনুসারে পুরো রমজান মাসজুড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে বলে জানায় নির্বাহী ম্যাজিস্ট্রট।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় আগুনে ২ পরিবারের ঘর পুড়ে ছাই
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ১৬ বছর ধরে পলাতক ২ আসামি গ্রেফতার