খাগড়াছড়িতে ৩ ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

আজ সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক

খাগড়াছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩১ অক্টোবর, ২০২৪ at ৬:৩৭ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফপ্রসীত) তিন কর্মীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে পানছড়ির লতিবান ইউনিয়নের শুকনাছড়ির শান্তি রঞ্জন পাড়ায় এই ঘটনা ঘটে।

ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, একদল সশস্ত্র সন্ত্রাসী খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জন পাড়ায় ইউপিডিএফ কর্মীদের ওপর হামলা চালায়। এতে ইউপিডিএফের তিনজন কর্মী সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা ঘটনাস্থলে নিহত হন।

হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল দুপুরে এক বিবৃতিতে অবরোধের ঘোষণা দেয় ইউপিডিএফ। বিবৃতিতে বলা হয়, তিন ইউপিডিএফ কর্মীকে হত্যার প্রতিবাদে এবং খুনীদের গ্রেপ্তারশাস্তির দাবিতে বৃহস্পতিবার (আজ) খাগড়াছড়ি জেলায় সকালসন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। খাগড়াছড়ি জেলায় ঘোষিত সকালসন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি সফল করতে জেলার সকল যানবাহন মালিকশ্রমিক সহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানায় ইউপিডিএফ।

বিবৃতিতে আরো বলা হয়, এর আগে গত বছর এই সন্ত্রাসীরা পানছড়ির পুজগাঙে বিপুল চাকমাসহ চার জনকে হত্যা করলেও তাদের বিরুদ্ধে সরকারপ্রশাসন কোন পদক্ষেপ গ্রহণ করেনি। হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ (গণতান্ত্রিক)কে দায়ী করে ইউপিডিএফ (প্রসীত)। তবে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর কেন্দ্রীয় সভাপতি শ্যামল চাকমা। পানছড়ি থানার ওসি মোহাম্মদ জসীম জানান, আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। লাশের ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করেছি। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তবে এই ঘটনায় এখনো কোন মামলা হয়নি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ডেঙ্গুতে আরো দুইজনের মৃত্যু
পরবর্তী নিবন্ধআঁরার মাইয়্যা জিতাইয়্যে