খাগড়াছড়িতে ১৬ লাখ টাকার বিদেশি সিগারেট উদ্ধার, গ্রেপ্তার ২

খাগড়াছড়ি প্রতিনিধি | রবিবার , ২৫ মে, ২০২৫ at ৭:৪০ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালায় অভিযান চালিয়ে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট উদ্ধার করেছে পুলিশ। এ সময় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দীঘিনালার ১নং মেরুং ইউনিয়নের পুলিশ ফাঁড়ির সামনে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. সেলিম (২৬) ও মো. কাশেম (২১)। তারা মেরুং ইউনিয়নের সোবাহানপুর গ্রামের মো. শামছুল আলমের সন্তান।

পুলিশ জানায়, দীঘিনালার ১নং মেরুং ইউনিয়নের পুলিশ ফাঁড়ির সামনে একটি মাহেন্দ্র গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় দশটি প্লাস্টিকের বস্তায় ১৪ হাজার প্যাকেট বিদেশি ওরিস ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়। এ সময় দুই সহোদর মো. সেলিম ও মো. কাশেমকে গ্রেপ্তার করা হয়। এ সময় রেজিস্ট্রেশনবিহীন দুইটি মাহেন্দ্র গাড়িও জব্দ করা হয়।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে প্রায় ১৬ লাখ টাকার সিগারেট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমারে পাচারকালে ৩৪০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারি আটক
পরবর্তী নিবন্ধরাউজানে ঘরের মেঝেতে পড়ে ছিল গৃহবধূর লাশ