সরকার নির্ধারিত দরে না পোষানোর কারণে খাগড়াছড়ি বাজারে কোন ধরনের ঘোষণা ছাড়া মাংস বিক্রি বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। গতকাল মঙ্গলবার দুপুর থেকে মাংস বাজারে কোন ব্যবসায়ী না আসায় বিষয়টি নজরে আসে।
বাজার ঘুরে জানা যায়, সরকারিভাবে বেঁধে দেয়া দরে মাংস বিক্রি করে না পোষানোর অজুহাতে ব্যবসায়ীরা কোন গরু জবাই করেনি। তাই মাংস বেচা বিক্রিও বন্ধ। অনেকে মাংস কিনতে এসে দীর্ঘক্ষণ অপেক্ষার পর বিষয়টি জানতে পেরে খালি হাতে ফেরত যান।
আকস্মিকভাবে মাংস বাজার খালি থাকার ব্যাপারে ব্যবসায়ীদের সাথে কথা বলার জন্য যোগাযোগ করার চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। খাগড়াছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. ফরিদুল আলম জানান, বিষয়টি ইতোমধ্যে আলোচনা চলছে।
প্রশাসনকেও জানানো হয়েছে। সরকারি বেঁধে দেয়া দরে না পোষার অজুহাত দিয়ে ব্রয়লার মুরগি ও গরুর মাংসের বাজার বন্ধ রেখেছে। আগামীকাল (আজ) থেকে খাগড়াছড়িতে হাড়সহ ৭০০ ও হাড় ছাড়া ৮০০ টাকা দরে গরুর মাংস বিক্রি করা হবে।