খাগড়াছড়ির রামগড়ে এক স্কুলশিক্ষার্থীকে অপহরণ চেষ্টার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ২টায় তৈচালা ও থানা পাড়ায় অভিযান চালিয়ে রাজু ত্রিপুরা ও বাবুল মিয়াকে গ্রেফতার করে পুলিশ।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন জানান, রোববার সকালে ভিকটিম রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষককের কাছে প্রাইভেট পড়তে যাওয়ার জন্য অটোরিকশায় উঠে। এসময় বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীকে নামিয়ে না দিয়ে জোরপূর্বক অপহরণ করে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করে।
শিক্ষার্থীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে শিক্ষার্থীকে রেখে অটোরিকশা চালক বাবুল মিয়া ও সহযোগী রাজু ত্রিপুুরা পালিয়ে যায়।
ওসি আরো বলেন, এই ঘটনায় ঐ শিক্ষার্থীর মা বাদী হয়ে সোমবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। রাতে দুই আসামি গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।