খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার সকালে ২০৩ পদাতিক ব্রিগেডের আয়োজনে ফাইভ ফিল্ড এ্যাম্বুলেন্সের ব্যবস্থাপনায় খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের চেলাছড়া পাড়ার গীর্জার প্রাঙ্গণে চিকিৎসা সেবা ক্যাম্পেইনের উদ্বোধন করেন ফাইভ ফিল্ড এ্যাম্বুলেন্সের খাগড়াছড়ির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. রাকিবুল ইসলাম।
এসময় প্রত্যন্ত গ্রাম চেলাছড়া পাড়ায় ৩ শতাধিক মানুষকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়। বিনামূল্যে ওষুধ ও স্বাস্থ্যসেবা পেয়ে খুশি স্থানীয়রা।
চিকিৎসা সেবা ক্যাম্পেইনে খাগড়াছড়ি ২০৩ ব্রিগেডের স্টাফ অফিসার মেজর জাবির সোবাহান মিয়াদ, মেডিসিন বিশেষজ্ঞ মেজর ডা. মো. আসিফ রুবাইয়াত, গাইনী বিশেষজ্ঞ মেজর ডা. তুর্ফা তুনাজ্জিনা, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যসহএলাকা গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।