খাগড়াছড়ির দীঘিনালায় ফরমেশন এডহক রিক্রুট প্রশিক্ষণ সেন্টারে সেনাবাহিনী প্রধান রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ গতকাল বুধবার সেনাবাহীর দিঘীনালা এফএআরটিসি প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর চট্টগ্রাম এরিয়াা কমান্ডার ও জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক। এসময় সেনাবাহিনীর নবীন সদস্যদের দেশের স্বাধীনতা–সার্বভৌমত্ব ও ভৌগলিক অখন্ডতা অক্ষুন্ন রাখার পবিত্র দায়িত্ব পালনে সদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। প্রধান অতিথি প্রশিক্ষণ চলাকালীন বিভিন্ন ইভেন্টে সেরা নৈপুণ্য প্রদর্শন করার জন্য ৬ নবীন সেনার হাতে সম্মাননা স্মারক তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহতাশিম হায়দার চৌধুরী, খাগড়াছড়ি ডিজিএফআই এর ডেট কমান্ডার কর্নেল আসম বদিউল আলম, কর্নেল মো. এনামুল ইসলাম ও উর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ প্রমুখ।












