খাগড়াছড়িতে সার্বজনীন বৈসাবি উৎসব শুরু

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ২৯ মার্চ, ২০২৫ at ৫:৫৬ পূর্বাহ্ণ

পাহাড়ের নৃগোষ্ঠীর বৈসুসাংগ্রাইচাংক্রানবিজুবিহুবিষুপাতা ২০২৫ উপলক্ষ্যে খাগড়াছড়িতে শুরু হয়েছে পাহাড়িদের প্রধান সামাজিক উৎসব বৈসাবির আনুষ্ঠানিকতা। এ উপলক্ষ্যে শুরু হয়েছে প্রায় দুই সপ্তাহীব্যাপী সার্বজনীন বৈসাবি মেলা। মেলায় স্থান পেয়েছে পাহাড়িদের নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক, খাবারসহ বিভিন্ন পণ্য। নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যের স্বকীয়তা রক্ষায় এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানায় আয়োজকরা। চাকমাদের বিজু, মারমাদের সাংগ্রাই ও ত্রিপুরাদের বৈসু নিয়ে পাহাড়িদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি। এ উপলক্ষ্যে বিকেলে খাগড়াছড়ির নিউজিল্যান্ডের সবুজ মাঠে ঐতিহ্যবাহী পাহাড়ি নৃত্য পরিবেশন করছে চাকমা, মারমা, ত্রিপুরা শিল্পীরা। নাচে ও গানের মাধ্যমে শুরু হয়েছে বৈসাবি উদযাপন। বর্ণাঢ্য আয়োজন দেখতে উপস্থিত হয়েছে আশপাশের গ্রামের মানুষ। মেলায় নিজের ঐতিহ্যবাহী পোশাক, খাবার, অলংকারসহ বিভিন্ন পণ্যের পসরা বসিয়েছে পাহাড়ি উদ্যোক্তরা। মেলায় ভালো বিকিকিনি আশা তাদের। বর্ণিল আয়োজনে গতকাল শুক্রবার বিকেলে বৈসাবি মেলার উদ্বোধন করেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান সুদত্ত চাকমা। মেলা চলবে ১১ এপ্রিল পর্যন্ত। এর মধ্য দিয়ে পাহাড়িদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, ইতিহাস চর্চার সুযোগ তৈরি হবে বলে মনে করেন আয়োজকরা।

সার্বজনীন বৈসাবি উদযাপন কমিটির সদস্য সচিব প্রত্যয় চাকমা বলেন, আমরা গতবছরও খুব জাঁকজমকভাবে আমাদের উৎসব করেছি। এবারও সেভাবে করার চেষ্টা করছি।

আমাদের মূল উদ্দেশ্য হলো নিজস্ব ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, ভাষা চর্চা করা। আমরা মনে করি এ ধরনের মেলার মাধ্যমে নিজের সংস্কৃতির চর্চার সুযোগ হবে। তিনি বলেন, প্রত্যেকের উচিত নিজস্ব সংস্কৃতিকে বিকশিত করা। আয়োজনকে আমরা বর্ণাঢ্য করা আমাদের দায়িত্ব। আগামী ৬ এপ্রিল বৈসাবি উদযাপন কমিটির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা।

পূর্ববর্তী নিবন্ধআশ্‌ শফিক ফাউন্ডেশনের মাসব্যাপী মানবিক সহায়তা কর্মসূচি
পরবর্তী নিবন্ধপ্রবর্তক মোড় থেকে দুই ছিনতাইকারী গ্রেপ্তার