খাগড়াছড়িতে সমপ্রীতি কনসার্ট ও সাংস্কৃতিক সন্ধ্যা

খাগড়াছড়ি প্রতিনিধি | বুধবার , ১১ ডিসেম্বর, ২০২৪ at ৮:৩৮ পূর্বাহ্ণ

সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের আয়োজনে সমপ্রীতির কনসার্ট ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় খাগড়াছড়ি স্টেডিয়ামে সমপ্রীতির কনসার্ট ও সাংস্কৃতিক সন্ধ্যার উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান। এতে গান পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় কন্ঠ শিল্পী লুইপা, স্থানীয় ব্যান্ডদল। এছাড়া নৃত্য পরিবেশন করেন ক্ষুদ্রনৃগোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউটের নৃত্য শিল্পীরা।

আয়োজকরা জানান, এর মধ্যে দিয়ে পাহাড়ে বসবাসরত মানুষের মাঝে সমপ্রীতির বন্ধন আরো অটুট হবে। সমপ্রীতি কনসার্ট উপভোগ করতে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল দর্শক শ্রোতার সমাগম ঘটে।

পূর্ববর্তী নিবন্ধস্কুলে ভর্তির লটারি ১৭ ডিসেম্বর
পরবর্তী নিবন্ধক্বণন’র বিজয়ের আবৃত্তি অনুষ্ঠান ‘রক্তাক্ত জাতির পতাকা’ ১৩ ডিসেম্বর