খাগড়াছড়িতে সড়কের পাশে যুবকের গলাকাটা লাশ

খাগড়াছড়ি প্রতিনিধি | রবিবার , ১২ নভেম্বর, ২০২৩ at ১০:২৪ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির পৌর এলাকায় সুজন ত্রিপুরা নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরের দিকে পৌর এলাকার স্বপ্নমোহন কার্বারী পাড়ার সড়কের পাশ থেকে গলা কাটা মরদেহটি উদ্ধার করা হয়। তিনি মাটিরাঙ্গা উপজেলার ৪ নং তবলছড়ি ইউনিয়নের বাসিন্দা। পেশায় সুজন একজন অটোরিকশা চালক। খাগড়াছড়ি সদর থানার ওসি পুলিশ মো. তানভির হাসান জানান, বটতলী এলাকায় স্থানীয় একটি ইটভাটার রাস্তার মোড়ে লাশটি পড়ে থাকতে দেখে এলাকবাসী পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে মৃতদেহটি উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায় পুলিশ। কে বা কারা কী কারণে খুন করেছে প্রাথমিকভাবে কিছুই জানা যায়নি। তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করার চেষ্টা চলছে বলেও জানান ওসি।

পূর্ববর্তী নিবন্ধডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে
পরবর্তী নিবন্ধমহানগর মহিলা আ.লীগের মানববন্ধন