খাগড়াছড়িতে শীতার্তদের কম্বল বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ২৭ ডিসেম্বর, ২০২৪ at ৭:৪৯ পূর্বাহ্ণ

সেনাবাহিনীর খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো.আমান হাসান বলেছেন, পাহাড়ে নিরাপত্তা,শান্তি ও সমপ্রীতি রক্ষার পাশাপাশি মানুষের আর্থ সামাজিক উন্নয়নে সেনাবাহিনীর চলমান প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি গতকাল বৃহস্পতিবার খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ মাঠে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণকালে এসব কথা বলেন। তিনি আরো বলেন, সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন প্রতিটি জোন থেকে শীতার্ত মানুষের মাঝে ধারাবাহিকভাবে শীতবস্ত্র বিতরণ করা হবে। সহায়তা পেয়ে খুশি অসহায় ও দুস্থ শীতার্ত মানুষ। এসময় খাগড়াছড়ি রিজিয়নের বিএম মেজর শাহাদাত রহমান, স্টাফ অফিসার মেজর মো. জাবির সোবহান মিয়া উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁওয়ে চসিকের জায়গায় কাঁচা-পাকা ঘর, উচ্ছেদ
পরবর্তী নিবন্ধডেঙ্গু সচেতনতায় সবাইকে সচেতন হতে হবে