খাগড়াছড়িতে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, শিক্ষক গ্রেপ্তার

খাগড়াছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ২৯ আগস্ট, ২০২৩ at ১০:১৮ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে মাদ্রাসাছাত্র আব্দুর রহমান আবিরকে () পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গত রোববার রাত ১২টায় নিহত আবিরের পিতা ফরিদুল ইসলাম বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় সদর উপজেলার ভুয়াছড়ি এলাকার বায়তুল আমান ইসলামিয়া দাখিল মাদরাসার হেফজ বিভাগের শিক্ষক হাফেজ মো. আমিন ইসলামকে আসামিকে করা হয়। গতকাল চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গত রোববার বিকেল ভুয়াছড়ির বায়তুল আমান মাদরাসায় শিক্ষার্থী আবিরকে পিটিয়ে জখম করে মাদ্রাসার শিক্ষক মো. আমিন ইসলাম। পরে রাতে সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার পর থেকে শিক্ষক হাফেজ মো. আমিন ইসলাম পলাতক রয়েছে।

খাগড়াছড়ি সদর থানার অফিসার আরিফুর রহমান জানান, চট্টগ্রাম থেকে ঘাতক শিক্ষক আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার তাকে কোর্টে তোলা হবে। পরে আইনী ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধধরা পড়ার ভয়ে ১৪ বছরের নুর নবীকে খুন
পরবর্তী নিবন্ধ২৪ ঘণ্টায় চট্টগ্রামে শনাক্ত ১১০