খাগড়াছড়িতে অবৈধ ব্যাটারি চালিত ইজিবাইক টমটমের বিরুদ্ধে অভিযানে মাঠে নেমেছে পৌরসভা। গতকাল রোববার সকাল ১০টা থেকে পৌর শাপলা চত্বরে এ অভিযান শুরু করেন। এতে প্রায় তিন শতাধিক টমটম অভিযানে আটক করা হয়।
পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা নূর হোসেন জানান, পৌরসভার নাগরিকদের ভোগান্তি কমাতে দীর্ঘদিন ধরে শহরে লাইসেন্সবিহীন ব্যাটারি চালিত টমটম চলাচল করা হচ্ছে । আর যাদের লাইসেন্স নেই তাদেরকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। খাগড়াছড়ি শহরে প্রায় ৮ হাজারের মতো টমটম রয়েছে। সাড়ে ৬ হাজারের মতো টমটমের লাইন্সেস নেই।
যানজট কমাতে অবৈধ ইজিবাইকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পৌর কৃর্তপক্ষ।