খাগড়াছড়িতে যক্ষা প্রতিরোধে নাটাবের মতবিনিময়

খাগড়াছড়ি প্রতিনিধি | সোমবার , ২০ নভেম্বর, ২০২৩ at ১০:১৯ পূর্বাহ্ণ

যক্ষা প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করতে খাগড়াছড়িতে শিল্পীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতির (নাটাব) উদ্যোগে হতকাল রোববার শিল্প কলা একাডেমী মিলনায়নে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি নাটাবের সাধারণ সম্পাদক জীতেন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি আধূনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎক রিপল বাপ্পী চাকমা। মূল প্রবন্ধ পাঠ করেন ডা. মো. মঞ্জুরুল হক। বক্তব্য রাখেন নাটাব প্রতিনিধি মো. হেলাল উদ্দিন খন্দকার ও শিল্পী মো. আবুল কাসেম।

প্রধান অতিথি বলেন, প্রাণঘাতি করোনার চেয়েও যক্ষা মারাত্মক। করোনার মত যক্ষাও হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়। তিনি বলেন,যক্ষাসহ বিভিন্ন মরণব্যাধি ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। সভায় জেলার ৩০ জন শিল্পী অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধখুলশী পুলিশ ফাঁড়ির সংস্কার কাজ উদ্বোধন
পরবর্তী নিবন্ধশেখ আবদুল হক ছলিম