খাগড়াছড়ির পানছড়িতে সীমান্তবর্তী তক্ষিরায় পাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মামার দায়ের কোপে নিহত হয়েছে ভাগিনা। তার নাম কল্পরঞ্জন ত্রিপুরা (৫৮)। এ ঘটনায় ভাগ্যরতি ত্রিপুরা (৩০) ও যোগি ত্রিপুরা (৩৫) নামে দুজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ৯৯৯ নাম্বার কল করে খুনের ঘটনা জানায় মৃতের ভাগিনা খরঞ্জয় ত্রিপুরা। দুর্গম এলাকায় নিরাপত্তা জনিত কারণে গতকাল শুক্রবার বিকেলে কল্পরঞ্জন ত্রিপুরার লাশ উদ্ধার করা হয়। একই সাথে এলাকাবাসীর সহযোগিতায় হত্যাকাণ্ডের সাথে জড়িত ভাগ্যরতি ত্রিপুরা ও তার স্বামী যোগি ত্রিপুরাকে আটক করা হয়।
নিহতের ভাগিনা খরঞ্জয় ত্রিপুরা বলেন, ভূমি বিরোধ নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক ঝামেলা চলছিল। সামাজিকভাবে কয়েকবার বৈঠক হয়েছে। ঘটনার দিন বিরোধপূর্ণ জমিতে তাদের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে দা দিয়ে কুপিয়ে মামা কল্পরঞ্জনকে মারা হয়। আমি খবর পেয়ে তাৎক্ষণিক ৯৯৯ নাম্বারে কল দিয়ে প্রশাসনকে জানাই।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্গম এলাকায় হওয়ার কারণে লাশ উদ্ধার করতে সময় লেগেছে। মৃতের ছেলে কিরণ জ্যোতি ত্রিপুরা বাদী হয়ে চার জনের নামে মামলা করেছে। ঘটনার সাথে সম্পৃক্ত দুইজন আসামিকে আটক করা হয়েছে। আসামিদের শনিবার (আজ) আদালতে পাঠানো হবে।