খাগড়াছড়িতে পুলিশ অভিযান চালিয়ে ১৫ লক্ষ টাকার বিদেশী সিগারেটসহ ১ জনকে আটক করেছে। আজ বুধবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস বিফ্রিংয়ে পুলিশ সুপার মুক্তা ধর এ তথ্য জানান।
পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল জেলা সদর ও সীমান্তবর্তী উপজেলা পানছড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিগারেট জব্দ করা হয়েছে।
এ সময় চোরাকারবারের সাথে জড়িত থাকার অভিযোগে বিমল চাকমা নামে একজনকে আটক করা হয়। ঘটনার সাথে জড়িত চক্রের মূল হোতাদের গ্রেফতারে অভিযান চলবে বলে জানান পুলিশ সুপার।